আমার চারপাশে দেয়াল তুলেছে কে?
আকন্ঠ পিপাসায় মরে যেতে যেতে
বের হতে চাই দেয়াল ভেঙে।
কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য
আঁটি শুটি বসে আছে পথ আগলে
মুক্তির ইচ্ছায় জান দিয়ে লড়ে যাই
তবু জয় নয়, পরাজিত হয় আমার হৃদয়
বারবার। বাঁচার অদম্য ইচ্ছায় টাল খাই
আর আশ্চর্য বিপন্নতায় ঘুরপাক খাই দিনরাত।
উদ্ধারকারী কেউ নেই দেয়াল ভেঙে বের করে আনবে।।
অদ্ভুত এক অসহায়তায় দিন কেটে যায়
অপরাধী কয়েদির মতো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন