একদিন ডেকে নিয়ে যায় সন্ধ্যাতারা
একদিন ডেকে নিয়ে যায় সূর্যোদয়
আমি তো তখন নিজেই আত্মহারা
আমি তো তখন নিজেই অকুতোভয়।
একদিন তুমি ডেকেছিলে পথপ্রান্তে
একদিন তুমি ডেকেছিলে ভরসায়
তোমাকে ভালবাসি সেকথা কি জানতে
তোমাকে ভালবাসি সঘন বরষায়!
ভালবাসা ডানা মেলেছিল অগোচরে
ভালবাসা ভুল বুঝেছিল অবিশ্বাসে
ভালবাসা যদি নিজেকেই মেলে ধরে
ভালবাসা নতজানু নিজস্ব অভ্যাসে।
জীবন নিখাদ সোনা নয় পরিপাটি
তুমি ছাড়া আমি হয়ে যাই একলাটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন