তুমি আমার পোষ না-মানা নীল পায়রা
তুমি আমার ইছামতিতে রাতযাপন
তুমি আমার হেমন্তের খোলা হাওয়া
তুমি আমার আগুন চোখে বরফ জল
তুমি আমার হঠাৎ দেখা পলাশ ফুল
তুমি আমার বর্ণহীন বিরল পাখি
তুমি আমার ঘুমিয়ে কাদা নিঝুম রাত
তুমি আমার অনুরোধের গল্পমালা
তুমি আমার অপরাধের ঘাটের কথা
তুমি আমার যাতায়াতের হুগলি সেতু
তুমি আমার ঋতুবিহীন ছোটগল্প
তুমি আমার গানমেলার হারানো সুর
তুমি আমার ডাললেকের না-জাগা রাত
তুমি আমার খুঁজে পাওয়া সবুজ দ্বীপ
তুমি আমার চেনা পথের অচিনপুর
তুমি আমার চিরকালের রোদের সিঁড়ি
তুমি আমার হাতের কাছে মেঘবিলাস
তুমি আমার নিরুত্তর রাতদুপুর
তুমি আমার তেরো নদীর গানের ভাষা
তুমি আমার শব্দহীন জোছনাপুরী
তুমি আমার দশদিকের আবছাপথ
তুমি আমার সাতমহলা কবিতা বাড়ি
বেশ সুন্দর। অভিনন্দন জানাই কবিকে।
উত্তরমুছুন