রবিবার, ১৯ মার্চ, ২০২৩

উজ্জ্বল পান্ডা-র কবিতা

যোগ-বিয়োগ

একটি নতুন সাপের প্রজাতি

আবিষ্কৃত হয়েছে

মেঘালয়ের পাহাড়ি জঙ্গলে।

রং তার হলুদ সবুজ,

চোখের রং লাল।

 

কবছর আগেও লোকে জানতো না

একধরনের গাঢ় লাল প্রজাপতি রয়েছে

আন্দামান দ্বীপপুঞ্জের কোনো একটি দ্বীপে।

 

প্রতিদিন নতুন নতুন নক্ষত্রপুঞ্জ আবিষ্কৃত হয়

শক্তিশালী টেলিস্কোপের লেন্সে।

 

আমাদের জানার বাইরেই থেকে গেছে

কত ক্ষুদ্র, গুরুত্বহীন প্রাণী।

একটা অদ্ভুত ছত্রাক, অচিন পাখি।

 

পৃথিবী অগাধ।

আর

আমরা শুধু অতলে হাতড়িয়ে চলেছি

পরিচয়, জাতপাত, টাকাপয়সা আর সুনাম।

যোগ করছি একে, বিয়োগ করছি আরেককে।

 

দূর আকাশের নীল তারারা হেসে উঠছে নিশ্চয়ই।

 

ভাগ্যিস! শব্দ আলোর মত গতিশীল নয়!!

 

৪টি মন্তব্য: