নীলিমা তো তোমারই গুণ্ঠন
পীতাম্বরী নীল পৃথিবী,
তাই মুগ্ধ অভিসারে খুজি দোঁহে
সমুদ্রতরঙ্গ তটে মুক্ত করে সমস্ত নিখিল
মৃদঙ্গের বোল পাঠায় চৌদিকে
অভিসরের আলিঙ্গনে।
অঙ্গে যে তরঙ্গ দোলে
পরশে ফোটে ফুল।
সময় যে বড় কম, তাকে যে পরাতে হবে
নীলিমার মেঘমালা আলোর কুমকুম।
রাতে তারায় কে যেন ডাকে
চরাচরে প্রতিধ্বনি ভাসে।
ফেরিঘাটে রইল যারা
পড়ন্ত রোদ্দুরে সেইসব মুখ যেন
এলোমেলো, ছায়া ছায়া...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন