বাংলাদেশ
খোলা আকাশে রঙ মচমচে ডুমুর হয়ে যে ঘুড়ি উড়ছে সে আমাদের
টকটক ঘোড়ার পায়ের শব্দে ভেসে আসে মঙ্গল যাত্রা, মুখোশ ছবি
বটের অন্য পিঠে দাপুটে রোদের ছায়া
আমাদের জমে ওঠা হালখাতা, রেশম সরু চাল, চৈত্র চাল ধোয়া নারকেল পাতা
ঢোল বাজছে,বাজুক আনন্দ শংখ, বাংলাদেশ বাংলাদেশ।
আমাদের ঢেকি ছাটা চাল, মায়ের নড়ে উঠা মাথার ঘোমটা, এইসব নোলক দীর্ঘ বৈশাখ
চুলা থেকে আগুনে কয়লা,ধনে পাতা মাছের ঝোল
কিছু হোক, কিছু স্বপ্ন শালপ্রাংশু হোক,
কিশোরী উবু হয়ে স্বরবর্ণ শিখুক।
আমাদের হাতের পাতায় লিখে রাখুক নতুন দিনের রোগশোকহীন খলবল কৈ ,নদী ঢেউ
হেসে দাও, হেসে খিলখিল হোক মানচিত্র ভরা সব নদী-মা
রাস্তার ধারে দাঁড়ানো ফলবান সুখী কৃষক
ডাক দিলাম আমরা, প্রতিধ্বনি করে।
মায়ের মঙ্গল ধ্বনি, হাতের চুড়ি, ছোটভাইয়ের দেনাবিহীন শান ধানী জমি
বোন জামাই দাসখত লিখে দিচ্ছে বৈশাখের অপার রোদে, সুখী পরিবারের ফ্রেম
সবগুলো অমল দিনরাত্রি আমরা বুনছি, বুনেছি, আহ বুনবোই আজ।
পড়ে মুগ্ধতা রেখে গেলাম।
উত্তরমুছুন