মৃত্যু প্রাকৃতিক, মৃত্যুও দেখি প্রতিদিন
চোখে অশ্রু ঝরে, মস্তক নতজানু
সে-মৃত্যু অপূর্ব, তাতে থাকে শ্রদ্ধা
এ-মৃত্যু সে-মৃ্ত্যু নয়, নারকীয় হত্যা
পশু ও নিষ্ঠুরের যৌথ সহবাস
প্রতিহিংসার আগুন,স্বার্থান্বেষীর জিঘাংসা
কিশোরীর কচি যৌবন,
সব কিছু ছিন্নভিন্ন , নামও যায় হারিয়ে
তিলোত্তমা অথবা অভয়া যে নামেই ডাকো
চারিদিকে জেগে ওঠে প্রতিবাদ ধ্বনি
চাই বিচার -- উই ওয়ান্ট জাস্টিস,,,
একগুচ্ছ জোরালো প্রতিবাদের ঝড়
কাঁপিয়ে তোলে গ্রাম থেকে শহর
এ-মৃত্যু, সে-মৃত্যু নয় এক জ্বলন্ত অঙ্গার
বইছে ঝড়, আগুন ঝড়, প্রতিবাদের কন্ঠস্বর
ঝড়ও থেমে যাবে, অন্ধকার রাত্রিকে ঢাকবে
রাজপথ, ফুটপাত জন-শূন্য হবে
অপশক্তির বুলেটের দাপটে --
তবু, প্রতিবাদের যে আগুন ঝটকায়
তা যে তিলোত্তমার রক্তমাখা কন্ঠধ্বনি
ধ্বংস হোক অশুভ শক্তি আগমনীর আগমনে ।
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
নাসির ওয়াদেন-এর কবিতা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন