শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

নূর মহম্মদ-এর কবিতা

পৃথিবী এগিয়ে চলেছে

এগিয়েই চলেছে পৃথিবী দ্রুতগতিতে সামনের দিকেই
শুধু আমিই একা পড়ে আছি হায় অতীত অন্ধকারে
সহজতা সরলতা  আর সত্য সততা ঐতিহ্য যত নিয়ে
এই কুটিল জটিল প্রহরে মনে হয় নির্ভুল অচল আমি
শিখতে পারিনি সময়ের দাবি মেনে কতশত প্রকৌশল
করতে পারিনি করায়ত্ত কত ছলাকলাও অজস্রতম
পিছিয়েই পড়েছি তাই হয়ে গেছি অসফল একজন
নূতনের মাঝে পুরাতন আমি একা অসহায় দুর্বল প্রাণ
আর তো নয়কো সম্ভব প্রবল প্রকাশ কোথাও কিছুই
ঝরাপাতার মতো ঝরে পড়ে গেছে সকল শক্তিপুঞ্জ
পৃথিবীর সাথে সমান পাল্লা দিয়েও পারিনা দৌড়তে 
জানি পৃথিবী যুগে যুগে এগিয়ে চলেছে সামনেই দ্রুত
পুরনো যা কিছু ফেলে দূরে সরিয়ে করেছে বরণ নূতন
মানি ফুরিয়েই যায় পুরাতন সব মহাকালেরই নিয়মে।।


আমি তোমার প্রেমে 

আমি তোমার প্রেমেই গভীর গহন হে পৃথিবী
ভালোবাসি তোমার জলমাটিআকাশ সুবাতাস
যে স্বপ্ন দেখে দেখুক স্বর্গের স্বর্ণখচিত রূপের
আমি তোমার রূপেই বিমুগ্ধ সীমাহীন আনন্দিত
প্রতিদিন তোমার দিকে তাকালেই মন হয় ভালো 
কী আশ্চর্য সুন্দর তোমার গাছ পাতা ফুলগুলি
আছে কি অন্য কোন গ্ৰহে তারা কিম্বা জ্যোতিষ্কে
এমন অপরূপ জ্যোৎস্নাও নেই কোন স্থানেই
বিমুগ্ধই আমি তোমার প্রকৃতির অপূর্ব মুখশ্রীতেও
যেখানেই রাখি  আমার পা তৃপ্তি আসে হৃদয়ে
মানুষের কাছে থেকেও আসে কত যে প্রশান্তি
মধুর সম্পর্কের ভিতর কী যে অপরূপ আনন্দ পাই
কোথাও কোন তুলনা নেই তার মহাজগতে কিছুই
আমি তোমার প্রেমের ছোঁয়াতেই সুখী প্রিয় পৃথিবী
মনে হয় করি বসবাস একত্রে কোটি কোটি বছর
থেকে যাই এই গভীর সম্পর্ক নিয়ে কেবলই আনন্দে।

1 টি মন্তব্য: