শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

বিপ্লব চক্রবর্তী-র কবিতা

চাবি- জন্ম

পাতা ধরে শিশিরফোঁটা ঝুলছিল মেয়েটি 
আমরা নিচ থেকে বিস্ময়ে তাকিয়েছি
বলেছি সাহসিনীর ভালো হবে একদিন 

পাতার আশ্রয় ছাড়া সে ছিল ভীষণ ভীষণ একা!

শরীরের স্থাপত্যগুলো নিলামে তুলতে চেয়েছিল
 ইনবক্সে মাপ জানতে তৎপর ছিল এক কবি
ভাবছিল লড়াইকে কীভাবে পণ্য করা যায়!

জানা গেল পাতানির্ভর একক লড়াই ছিল সাহসিনীর!

নিরালম্ব হাঁটত মহাশূন্যে সাহায্য ছাড়াই 
আগুনের ভেতরে বিশ্রাম নিত
রুখে দাঁড়াতে পারত!

পাতা থেকেই ছিঁড়ে ফেললো একদিন যুদ্ধভূমিতে!

তারপর মেয়েটা একটা মস্ত চাবি হয়ে গেল
যেটা এখন অনেকের হাতে হাতে ঘুরছে
গণতন্ত্র আর ন্যায়বিচারের তালা খোলার জন্য।।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন