মায়ের চোখ
আমার বাড়ির পাশে একটা বাগানবাড়ি আছে
আমি ফুল কুড়োতে যাই সকালে
যেতে যেতে দেখি
পথে পথে কিছু ঝাপসা মানুষ
দূরত্ব উঁচু সূর্য তখনও ফোটেনি
ফুলগুলো ঝরে গেছে
আমি ঝরা ফুল কুড়োতে থাকি
শীতবেলা থিরথির শিশির আয়না
লাল সাদা হলুদ ভেজা রং
আমার মায়ের চোখ ভেসে ওঠে
আমি ভারতবর্ষের বর্ণমালা পড়তে থাকি।
সুন্দর কবিতা
উত্তরমুছুন