রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

নাসির ওয়াদেন-এর কবিতা

জন্মদিনে জন্মদিন

সঠিক জন্মদিন কোনদিন জানি না
তবুও জন্মদিন আসে ভোরের বাতাসে
বাবা বলেছিল,ধর্, এই দিনই জন্মদিন
একটু পায়েস রেঁধে খাওয়ানোর উচ্ছ্বাসে

ডিম বিক্রির জমানো টাকায় একটা জামা
সার্টিনের গায়ে চড়িয়ে মা বলে,হও দীর্ঘজীবী
বেলুন নেই,আজব কেক নেই কাটাকুটি নেই
দিব্যি পেরিয়ে গেছে চৌষট্টি, এখন কত হাবিজাবি

জন্মদিনে জন্মদিন আসে,চলেও যায় স্মৃতি নিয়ে
ভাবছি কি প্রতি সনে একটা বছর মরছে এ-নিয়ে?

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন