সুড়ঙ্গসন্ধান
ফুলের কাঁটায় বেঁধা রক্তবিন্দুগুলো
আয়নার চার কোণে ছিটিয়ে রাখছি।
কালশিরে ফুল হয়ে নিজেই বানিয়ে নিয়েছে
তার নিজের বাগান।
বাগান তো দৈত্যের নয়, সেখানে শিশুরা আসে।
চলো ঐ অচেনা বন্ধুকে খুঁজে আনি।
বন্ধুকে খুঁজে পেলে তার কাছে শিশু চেয়ে আনি।
আর যদি সুড়ঙ্গসন্ধান নাই পাই তার
আয়নার রক্তবিন্দুকে বন্ধুতা জানাবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন