একটা সম্পূর্ণ বনানী ভেদ করে নদীর দুপাশে
বিলাসবহুল সিঁড়ি বেয়ে পোকাগুলো হেঁটে চলে
উপরে উঠতে উঠতে তৃষ্ণার্ত চোখে চেয়ে দেখে
আশপাশ জুড়ে ভগীরথ
জল এনে দিচ্ছে হিমালয় শির ভেদ করে
সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বনানী ভেদ করে
পোকাদের শরীরের ভিতর থেকে বেরিয়ে আশ্চর্য জ্যোতি
হিরণ্যগর্ভের মতো ফুটে উঠল শিঙ বোঙার দরবারে
এই পথে তৃষ্ণার রঙ নীল
এই দুর্গম পথে তৃষ্ণা গোলাপী সবুজ
সে তৃষ্ণা দুচোখ জুড়ে
পোকাগুলো এতোদিন বোঝেনি সে তৃষ্ণার স্বাদ
ভগীরথ এলে বোঝে
বনানীর হাত ধরে তারাও অতীত
পৃথিবীর বুকে নদীপথ। তার দুই পাশে শুধু চুল্লী জ্বলছে সার বেঁধে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন