রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

অমিত কাশ‍্যপ-এর কবিতা

জন্মদিন

আশ্বিনে হঠাৎ স্বচ্ছ অভিযান এসে পড়ল
রাস্তা সাফাইয়ের সঙ্গে স্মৃতি ইরানি বসে গেলেন
রাস্তা ধারের চায়ের দোকান জমে উঠল
জনসংযোগ, চন্দ্রবিজয়ে যেমন উল্লাস হল
বইয়ের পাতা যেমন সামনে এগিয়ে চলে 

প্রিয়াঙ্কা চোপড়াকে মনে রাখা যেতে পারে 
গতকাল মানে অতীত, তারপর ইতিহাস 
তুমি যেমন জন্মদিন ভাব, এগিয়ে রাখে
রঙিন ক‍্যানভাস উৎসব করবে জন্মদিনের
কেক কাটবে, বেলুনে বেলুনে ছয়লাপ হবে 

জন্মদিন একটা সংখ্যা, আশ্বিন খুলে গেল
আশ্চর্য সোনালি সকাল, স্বচ্ছ হল চারদিক 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন