রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

শিবালোক দাস-এর কবিতা

মুর্শিদ 

ঘুম চেয়ে আজকাল বড় ধীর লাগে আমার। 
স্তব্ধতার উপর পা রাখি।
ভাসমান পদ্মমূলে পোড়াই অক্ষরজ্ঞান, ঋণ। 

মুর্শিদ মুর্ছিত হন না। 
নিঃশেষের সত্যিকারের কোনো পরিচয় আছে?

যে ছাই গায়ে মেখেছি,
সে ছাই উড়িয়ে আমি সূর্য দেখি রোজ। 
যে মন্ত্রে আগুন জ্বেলেছি, 
সে মন্ত্রে আমি নিজেকে ভেঙে নিই রোজ। 

জল, তুমি শান্ত হও। তোমার সিঞ্চনে চোখ ধুই।

মুর্শিদ মুর্ছিত হন না, বরং তার পায়ে হাত রাখি,
বুঝি তরঙ্গ নামছে, আর আমরা মানুষ হচ্ছি।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন