কালো রাস্তায় আমাদের চিৎকার
লজঝরে মেঘের মেশিন
শুয়ে শুয়ে পাথর ভাঙছে
সুড়ঙ্গের ভেতর কেউ
পাখিপোষা করছে প্রাণপণ
গুলশন গুলশন আর
জানলার কোকিলের লোহা
ফেরি হল গলাছেঁড়া মাংসের পুতুল
শতাব্দীর স্মৃতির তামাটে
লিপির নিকষ
গলির মুখস্থ রাত
সুরের নামতার আধবোজা
কালো রাস্তায় চিৎকারের মুনিয়া
লাল হাসপাতাল খুলছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন