দলিল
আমি মরেছিলাম অনেকবার
আমার কোনো কবর নেই
তাই একটা জমির দলিল লেখা হোক পাখনায়
আমি পড়ছি ঈগলের লেখা ভ্রমণ বৃত্তান্ত
পাহাড় পর্বত আর যে নদী বয়ে গেছে বায়ুমণ্ডলকে হেলিয়ে দিয়ে
অসংখ্য নক্ষত্রদের বাঁকে বাঁকে ফেলে রেখে
আমি নাকি সে সবের এক বেসামাল শূন্যচারী
যেতে যেতে দেখি জলদস্যুরা লোপাট করছে চাঁদের মহামূল্যবান সব সোনাদানা
আর বিচূর্ণ করে দিয়েছে চাঁদের ভেতরের সেই সর্বধর্মের প্রার্থনার ঘরটিও
দূর এক ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার
রক্তের প্রশান্ত মহাসাগরে
আমি দূর সেই দ্বীপ
অজানা গচ্ছিত রেখেছে প্রবালসমুহ
আর লুটাচ্ছে মহাপ্রলয়
দিগন্তের কাদায় পুঁতে রয়েছে সিন্ধুর নৌকাটি
আমি অতিক্রম করছিলাম ঈশ্বর এবং শয়তানকে
আর দেখছিলাম বঙ্গোপসাগরের ওপরে মেঘ রাগ করে রয়েছে
ঈগল সব কিছু বাদ দিয়ে তুমি পাকস্থলীকে খেয়েছো
আমার কোনো কবর নেই
তাই একটা জমির দলিল লেখা হোক পাখনায়
আমি পড়ছি ঈগলের লেখা ভ্রমণ বৃত্তান্ত
পাহাড় পর্বত আর যে নদী বয়ে গেছে বায়ুমণ্ডলকে হেলিয়ে দিয়ে
অসংখ্য নক্ষত্রদের বাঁকে বাঁকে ফেলে রেখে
আমি নাকি সে সবের এক বেসামাল শূন্যচারী
যেতে যেতে দেখি জলদস্যুরা লোপাট করছে চাঁদের মহামূল্যবান সব সোনাদানা
আর বিচূর্ণ করে দিয়েছে চাঁদের ভেতরের সেই সর্বধর্মের প্রার্থনার ঘরটিও
দূর এক ঝড়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমার
রক্তের প্রশান্ত মহাসাগরে
আমি দূর সেই দ্বীপ
অজানা গচ্ছিত রেখেছে প্রবালসমুহ
আর লুটাচ্ছে মহাপ্রলয়
দিগন্তের কাদায় পুঁতে রয়েছে সিন্ধুর নৌকাটি
আমি অতিক্রম করছিলাম ঈশ্বর এবং শয়তানকে
আর দেখছিলাম বঙ্গোপসাগরের ওপরে মেঘ রাগ করে রয়েছে
ঈগল সব কিছু বাদ দিয়ে তুমি পাকস্থলীকে খেয়েছো
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন