রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

রিস্টার্ট


ছুঁড়ে দেওয়া

বড় বড় হরফ ভাসতে ভাসতে

তোমার নাম আয়না করল

পিছল যে ঋতু হয়ে

শসায় আর লেটুসপাতায়

দিনটা জড়িয়ে জড়িয়ে

স্লাইডগুলো ওভারল্যাপ করতে

রিস্টার্ট

কোথাও একটা পারফোরেটেড স্মৃতি

দৃশ্য ভেঙে জল করে

ক্যামেরা দেখলেই ছুটে আসছে

কেমন রাজনৈতিক একটা দিন

নীল সাঁকো জুড়তে জুড়তে

স্যুইচ করছে বারবার...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন