রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

ইউসুফ মুহম্মদ-এর কবিতা

তিথিকৃত্য

চড়ুই পাখির কান্না অনুবাদ করে

বন পোড়ার দুর্গন্ধ পাচ্ছিলাম

দূরে কোথাও তিনটি কাক

চড়ুই পাখির ডিম নিয়ে খেলছিলো,

খেতলে খেলতে ভেঙে যায় পাখির সংসার

 

গলা বাড়িয়ে দেখলাম ভাঙা ডিম থেকে

বেরিয়ে আসছে মানুষের মতো কিছু...

লাল হয়ে য়ায় তিথি বুঝে ফুটে উঠা শিমুলের গাল

পঁচাগন্ধময় মানবতার গলিত লাশের ফাগ

যত দূর দেখি শুধুই মাকালশুধুই মাকাল

 

       

তিথিকে দেখিনি,

সুরের ধারায় তার কথা শুনে বোধি দুয়ার খুলেছে...

কুবুপাখি তার কথা বলে সুরবন্দি কানে

ত্রিবেণী সঙ্গমে হেঁটে যায় কালের পুরাণ

 

যাকে কখনো দেখিনি

তার কথা বয়ান করেছে গীতা  কোরআন

খৃষ্টের কলমপদছাপ আঁকে মানুষের ভিড়ে

জন্মদিনে যে কলম বাঁশি হয়ে বাজে যমুনার তীরে

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন