ভাঙ্গা দেউলের মতো বিষণ্ণ সন্ধ্যা
অনিরুদ্ধ বিষাদ লুকিয়ে নৈঃশব্দের কাছে
গচ্ছিত রাখি দীর্ঘশ্বাস!
কত ছবি আঁকা হয়েছে গাছের আদলে
ছায়াময়;
তারা কেউ গাছ নয়।
দেওয়ালে এঁকেছি কিছু প্রেম, কিছু
নীরবতা,
বীজময় রাত্রি জেগে থাকে
গোপন চরণচিহ্নে, সমস্ত পথজুড়ে
এক নির্বর্ণ সত্তা আর অপ্রেমেয় জ্যোতির্বলয়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন