সমুদ্র শান্ত, কোন ঝড় আসবে না
তেমন কোন আবহাওয়া সংবাদ নেই
আমাদের মাথার রোদের ছাতা উড়ে গেছে
দীর্ঘ ঝাউগাছ ছায়া হয়ে নেমে আসছে
দূরে যে দু চারটি মানুষ দেখা যাচ্ছে
তারা আমাদের সম্পর্কে কৌতুহলী নয়
তাই আমরা নিশ্চিন্তে হাত রাখলাম, পায়ের পাতা ছড়িয়ে দিলাম
সমুদ্র চিল এসব দেখতে দেখতে অভ্যস্ত বলে,
আমরা আরো একা হয়ে গেলাম
তারপর সূর্যাস্ত দেখলাম, যুগান্তর ঘটে যাচ্ছে
অথচ কত নির্বিকার ভাবে আমরা ভালোবেসে যাচ্ছি ক্রমাগত...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন