জলের দাগ ধরে রাখে
আমার ঘরের বইয়েরা
ধরে রাখে প্রলয়ের দাগ
যেভাবে ধরে রাখে
মনের দাগ
অক্ষরের দাগ
কবিতার পঙ্ক্তিরা।
অভিনয়
সমবেত জয়ধ্বনির অপেক্ষায়
তিনি কথায় বিরতি দিলেন।
নাটকে বিরতিরও প্রয়োজন হয়
করতালি দিতে দিতে দর্শকও ঢুকে
যায় নাটকের দৃশ্যে।
মৃত সত্যযুগে দৃশ্যই শেষ সত্য বটে!
তিনি কথায় বিরতি দিলেন।
নাটকে বিরতিরও প্রয়োজন হয়
করতালি দিতে দিতে দর্শকও ঢুকে
যায় নাটকের দৃশ্যে।
মৃত সত্যযুগে দৃশ্যই শেষ সত্য বটে!
খুব সুন্দর
উত্তরমুছুন