শনিবার, ১ অক্টোবর, ২০২২

মাহফুজ আল-হোসেন -এর কবিতা

কবিতার পক্ষে তেমন কাউকে দরকার নেই

কবিতার পক্ষে কোথাও দাঁড়াবার কেউ নেই বলে 

নিষ্প্রদীপ  মৃতগৃহে করুণ রাগাশ্রিত বিলাপোৎসবের 

কীইবা প্রয়োজন?
কবিতাই তো পারে কৃষ্ণপক্ষের নিকষ অন্ধকারে 

শেষ সলতের আলোটুকু পরম নির্ভরতায় জ্বেলে দিতে;
হতে পারে সে আলো কখনো সখনো স্নিগ্ধতা দোষে দুষ্ট!
যদি কোনো এক মহারাত্রিতে পৃথিবীর সব আলো 

নিভেও যায় –––

নিশ্চিত জেনো কবিতার অলৌকিক অঙ্গুলি প্রক্ষালনে 

কৃঞ্চগহ্বরের ওলান থেকে অঝোর ধারায় নেমে 

আসবে সত্যাশ্রয়ী আলোকবৃষ্টি
আলোকিত মানুষের পক্ষে হয়তো কেউ কেউ থাকে 

অমনুষ্যের পক্ষেও কিন্তু আজকাল অনেকেই দুর্ভেদ্য 

ঢাল হয়ে দাঁড়ায়!
কবিতার পক্ষে কাউকে কিন্তু সেভাবে থাকবার দরকার নেই।

চক্ষুষ্মানের দৃষ্টি ধূসর হয়ে এলে ব্রেইলের ছিদ্রমালায় 

কবিতার ম্রিয়মান শব্দাবলি হঠাৎ করেই সরব হয়ে 

ওঠে মুখাপেক্ষী ভিড় ঠেলে!!

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন