কড়চা
ক্ষণিক সুখে, দুঃখ মেনে, মনন বেচার কারবারে
শোষক খোঁজে, আঁচ বাঁচানো, বর্ম দেওয়া আস্তরণ
শাসন চলে, শরম লুটে, বেপরোয়ার হাত ধরে
আর্তনাদের, বন্দীদশায়, বদল হচ্ছে বন্দী মন
ধর্ম হলো, ফাঁকের ঘরে, ফোকরের ঐ আঁতুড় ঘর
শরীর ভেজায়, ধর্মস্নানে, নীতির কালো কুঠরীতে
শরম তবু, বাঁচাতে চায়, লজ্জা ছাড়া সেই প্রহর
বদল দেখছি, মন পাহাড়ায়, সাগর ঢেউয়ের ঝাপটাতে
হাতের তালুর, রক্ত রঙ্গ, বোধ হারা ঐ মসনদে
বদল আসে, হাত বদলের, মিথ্যে মেকী গহ্বরে
নীতির দোহাই, পানসে লাগে, নিশিডাকের শেষ পাদে
খোলাম কুচি, ওড়ানোটাই, গিলছে সবাই প্রাণ ভরে
শ্বাপদ সুখে, হাত পাকিয়ে, অগ্রদাণীর গহ্বরে
বিরুপতার, আভাস কেনা, সহজ মনে হয়
নীতির অভাব, দুর্নীতি তাই, পেখম মেলে ওড়ে
নতি স্বীকার, অসম্মান নয়, অজানা বোধ হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন