বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

জাফর সাদেক-এর কবিতা

মাড়াই কলে যেতে

জলপাই গাছের নিচে দাঁড়ালে
অলৌকিক কোনও স্বর্গীয় ঙ্গী কথা মনে পড়তে পারে
নন্দিতার গোপন আলিঙ্গন স্বর্গ ভাবলেবুঝতে পারি
-গাছ কেবল মনে করিয়ে দেয় শীতকাল
তবুও জলপাই গাছে উড়ে আসে বর্ষার ঋতুমতী মেঘ

এক রূপময় সূর্যমুখী খেতের পাশেই
হাত-ছোঁয়া দূরে ভুট্টার সবুজ খেত
সূর্যে চেয়ে গোপন স্থান থেকে বেরিয়ে ভুট্টা দীর্ঘ হচ্ছে
বংশগতি আর পুড়ে-খুঁড়ে খাদ্য হবার লক্ষ্যে

বুকে শূন্যতা নিয়ে সূর্যমুখী মাড়াই কলে যেতে যেতে
পাশের খেতের এক যুবক ভুট্টাকে বলেদেখ
সময়  সুযোগ আসে খুব গোপনে-- দুএকবার

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন