বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সাম্য ভট্টাচার্য-এর কবিতা

ধাতুর আহ্লাদ

              

বিষাদের বীজগণিতের সমাধান খুঁজে না পেয়ে

চাঁদের তাঁতকলের নিয়ন্ত্রণেধাতুর আহ্লাদে                    

ঢেউয়ের রাগমোচন

দৃশ্যের সৈকতের দিকে এগিয়ে আসছে       

সমুদ্র-ঘোড়ারা

আমি হিমির অবগুণ্ঠিত মন্দিরের                

দরজা খুলে                                  

নগ্নতার জলে                                    

ভাসিয়ে দিয়েছি মৃত্যুর বেহুলা-ভেলা 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন