সারাবেলা ঘুঘু ডাকে চৌচির হৃদয়ে
কিছু কিছু স্মৃতি বিবেকের বাঁকে এসে দাঁড়ায়, তখন
ঘাসপাতায় ভরে ওঠে মন
ঘুলঘুলি এড়িয়ে যায় জঙ্গল পেরুনো ভয়
রাতের অন্ধকার করাতের শব্দে চিরে গেলে
আমার সমস্ত দুপুর তোমাদের গ্রামের দিকে ছুটে যায়
শুধু তোমারই কান্নার দিকে সাঁতরায় এ মন,
সারাবেলা ঘুঘু ডাকে চৌচির হৃদয়ে, যেন কোনো
বৈদিক হাঁসের জঠরে জন্মেছি আমি
জল থেকে জলে ভেসে বিদীর্ণ পরানে,
এসেছি তৃষ্ণায়, শ্রাবণের রাতে, তোমাদের গ্রামে...
এই সে পথ, যে আছে চিরদিন আড়ালেই
সন্ধ্যার খোঁপার ভেতরে, যেখানে বাসি ফুল
দুকূল ছাপিয়ে জেগে ওঠে আদিম শৈশবে --
তুমি সেই ফুলের খোঁজে কতোদিন অমাবস্যার রাতে
নদীর জলে ভাসিয়েছ মন্ত্রপড়া সুতো, আর
এঁকেছ সুপুরিবাগানের সাঁঝবেলা বাতাসের গহীন বুকে...
অসাধারণ কবিতা। খুব ভাল লাগল।
উত্তরমুছুনসুন্দর
উত্তরমুছুন