বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সন্দীপ বিশ্বাস-এর কবিতা

গল্পের পৃষ্ঠা

গল্পগুলো পৃষ্ঠা খোঁজে

কোন পৃষ্ঠায় তাদের গা

 

এই কারাগারটি আমারই দেহের হাড় দিয়ে তৈরি। দাবি আমার, এই কারাগারটি

অতএব, আমারই ব্যক্তিগত। এই কারাগারে শুয়ে থাকে

আমার মৃতদেহ এবং ওখানে মৃতের কারাবাস

বসবাসের অভিজ্ঞতা ছাড়া আর কিছু নেই। তবু যা

কিছু স্টেটমেন্ট তা সবই উঠে আসছে জীবনব্যাপী সঞ্চয় থেকে।

ধরা যায়, এখানে যা কিছু হচ্ছে তার কারিগরি

সবই জীবনের। মৃতকে ব্যপন করে জীবন। তাকে

ধরাচুলো পড়িয়ে রাখে জীবনের সারি -

 

একটি মৃত মানে এক সজীব - শ্যামল শস্য খেত।


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন