অকুণ্ঠ মায়ায় বাসা বেঁধেছিল কেউ কেউ
দেখে মনে হোত ওই একটা গাছই ছায়া
দেবে সমস্ত ক্লান্ত পরিশ্রান্ত পথিককে অকৃপণ।
হঠাৎ একদিন এমন একটা ঝড় এলো
ধুলোয় মিশিয়ে দিল সেই গাছ।
যে গাছের সৌরভে সুরভিত ছিল চারপাশ।
এখন দগদগে ক্ষত চিহ্ন পড়ে আছে সকলের মনে তার অবর্তমানে।
অসহায় পক্ষীকূল ডানা ঝাপটায় শূন্যতার বেদনায়।
অসাধারণ
উত্তরমুছুন