বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিখিলকুমার সরকার-এর কবিতা

রুমাল 

 

মাত্রাবৃত্তে বাঁধা 

মঞ্চের আলোয়

রুমাল 

চোখের নিমেষে 

এক খাপখোলা 

দুরন্ত বেড়াল 

 

কয়েক মুহূর্ত প্রকট

তারপরেই

আত্ম-অতিক্রমণীয়

সেই লাফ --- 

অদৃশ্য, মঞ্চের বাহিরের 

আবহমান

অনন্ত পয়ারে... 

 

বিস্ময়ে ত্রস্ত দর্শক

মুহূর্তে সবার

পকেটে হাত 

হাতের মুঠোয় ধরেছে 

প্রাণপণ, যে যার 

নিজস্ব রুমাল, আত্মকৃত

অপূর্ণ অর্জন ---

 

চৌকোয় বিন্যস্ত

অস্তিত্বের কয়েক পরত 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন