বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

ফটিক চৌধুরী-র কবিতা

ছুঁয়ে দেখ


ছুঁয়ে দেখ। শরীরের এই চোরাস্রোত

বয়ে যাচ্ছে নিরন্তর। জলও শব্দহীন।

জলের ভিতরে অনেক ক্ষত বিদ্যমান

বসন্ত বাতাসে খুলে যায় দখিন দুয়ার

শিরাউপশিরায় বয়ে চলে শোনিতধারা

সারা শরীরেই চোরাস্রোত। ছুঁয়ে দেখ।

 

রিমঝিম বৃষ্টির শব্দে উষ্ণ হয় স্নায়ু

ওই দেখ ছোট ডিঙি বয়ে যায় জলে।

তারও তো কিছু বোধ্য ভাষা আছে

সে ঠিক জানে চোরাস্রোতের টান।

আমি কুশলী মাঝি। ছোট এই ডিঙি

জোয়ারে ভাসাব। তুমি সাথে থেকো।

 

আমার শরীরে চোরাস্রোত। ছুঁয়ে দেখ।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন