কবির হাত
অনেক ভিড়ের মধ্যে একখানি শীর্ণ হাত
দীর্ঘ দীর্ঘ আঙুল, সাদা সরু নখ
নীল শিরা শরীর বেয়ে নখের গোড়ায় থেমে গেছে
সেখানে জমকালো সূর্যাস্ত হচ্ছে তখন
তির তির রক্তদানা নিয়ে কাঁপছে পাতলা চামড়া।
চিনেছো ঠিকই তুমি, এ যে কবির হাত।
জাপটে ধরে আছে কিছু প্রতিবাদ ও হারানো ভালোবাসা।
চিনবেই।
কারণ সেটা তোমারই সেই হারানো হাত,
গিয়েছিলে কোনো একদিন কবিতার কাছে
নষ্ট হয়ে, রিক্ত হয়ে, এসেছো ফিরে অভিমানে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন