বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

সুবীর ঘোষ-এর কবিতা


 বিপন্নতা

এই মাঠে গাছের গায়ে বাঁধা ছিল অনেক ঢিল

তার দিকে তোমার নজর যেতেই

আমরা বিশ্বাস রেখে এসেছিলাম

অথচ সে-মাঠেই আমরা আর যাইনি কোনোদিন

আমরা আর পরস্পরের নিঃশ্বাসের সুর শুনতে পাই না

কে কোথায় আছি তা সম্পূর্ণ অজানা

 

অচেনা এক শহরে রাজপুরুষ খুঁজে পাওয়া সহজ ছিল না

নীল মুদ্রাযন্ত্রের ভিতর কত গল্প বোনা হয়ে যায়

কত লবণহীন আঁচের উত্তাপে জ্বলে যেতে থাকে

                  পরিকল্পিত ব্যঞ্জন

মুগ্ধতা বলে যাকে জানতাম তা পরে

              বিভ্রমের পথে গেছে

অসহায় দিনগুলো কেটে যাচ্ছে ভালো

কেউ আসবার নেই

হাতের থাবায় ধরা দৃঢ় অধিকারে কালক্রমে হাওয়ার দীনতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন