বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

অমিত কাশ‍্যপ-এর কবিতা

 

গোলোক বিহারী সরণি

 

শৌখিন মানুষ ব্রজগোপালবাবু

সকালে পরিপাটি চায়ে মুখ লাগিয়ে 

বাজারের দিকে হাঁটা লাগান

বেছে বেছে জিনিস এবং দর করেন

 

সেদিন করমচার ওপর নজর যেতে 

স্মৃতির দরজা যেন খুলে গেল 

তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোভা দেখলেন

সাদার ওপর গোলাপী মিশ্রণ, কী চমৎকার 

 

অনেক সময় ব‍্যয় করে ফিরলেন 

তিনি নিজের অজান্তেই ব‍্যয় করলেন

কিছু করমচা ব‍্যাগের ওপর ভেসে উঠল

যেন স্মৃতির ওপরই ভেসে রইল 

 

গোলোক বিহারী সরণিতে প্রবেশ করে 

নিজেকে ভাগ্যবান বিজয়ী মনে হল

1 টি মন্তব্য: