যাবার কথায়
সাতটা বাজতে ছ'মিনিট এখনো বাকি
তড়িঘড়ি কোথাও বেরুনোর অভ্যাসে অভ্যস্ত নও
সেকথা জানি বলেই বলছি
কোথাও যেতে হলে অতো ভাববার কি আছে
বন্ধুরা জেনে গেছে আমাদের অ-সুখের কথা
মাঝে মধ্যে গরহাজির থাকি সুযোগের অভাবে
অপূর্ণই থেকেছে বহুবার সাজানো দিনলিপি
তরতরিয়ে বেড়ে ওঠে রঙচটা বেলা
একা একা চলতে চলতে তোমার সাথেই যাব
একথা অনিশ্চিত বলা যেতে পারে
সাতটা বেজে ছ'মিনিট সকাল সকাল
ইতিমধ্যে আমরা যে যার মতো হারিয়ে গেছি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন