আমি সকল সময়ে দুইযুগ পিছিয়ে থাকা মানুষ
যখন যা হওয়ার কথা-- সেটা ঘটে যুগ যুগ পর
আমি তখন মেঘের ক্ষতে হাতুড়ে কবিরাজ
সাঙ্গুর পেলব নাভির আশ্রমে ছিলো উদ্দাম সাঁতার
নদীতীরে দাঁড়িয়ে ছিলো চাকুমা যুবতীর সঙ্গম
ধরি নি হাত, নিতে পারতাম তার কুঁড়েঘরে ঘরামির কাজ
অথচ আমি দুইযুগ আগে রোপিত একা এক দারুগাছ
যখন যা পাওয়ার কথা ছিলো-- সেটা আসে
বর্তমান খুঁজে ভবিষ্যৎ চিত্রে
আমি যে সকল সময়ে অতীত থেকে ভবিষ্যৎ খোঁজা মানুষ
যেমন তোমার নোলকের গল্পটা নিয়ে, গিয়েছিলাম
আমারই মতো এক স্বর্ণকারের কাছে, বলেছিলাম
এটা আরও বহু নকশায় উপন্যাসের দিকে নিয়ে যাও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন