রবিবার, ১ মে, ২০২২

রাজীব ঘোষ-এর কবিতা

অন্তর্গত হেমন্ত


মন্দাক্রান্তা ঠোঁট থেকে ঝরে পড়ে 

ধুলোর বর্ণমালা 

কমবয়সী হেমন্ত সংশ্লেষিত বিন্দুতে 

দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে রক্ত ঝরা গান 

গলি পথ দিয়ে বেরিয়ে হাততালি দিচ্ছে 

উটগুলি মাথা তুলে ড্রেসিংরুমে 

নিজেকে একটু সেঁকে নিচ্ছে আবৃত্তি অনুভবে 

এবার শরীর দুটি মুছে যাচ্ছে নন্তা স্নানে 

যেন কোনো কৃষক উপত্যকা জুড়ে 

সেচ দিচ্ছে আর বলছে, এবার মেঘ বিয়নে 

শস্যের কাজল খুলে ভরে উঠবে হামারের পেট 

পিতৃপুরুষের দেনা শোধ হবে পলিমাটি ঢঙে 

পুঁইলতা লতিয়ে ওঠে মজনুর মতো 

হেমন্ত গড়িয়ে পড়ে বাজপাখির নখের ডগায় 

মাঝ রাত উঠে দাঁড়ায় বৈধ লণ্ঠনের উপর 

শব্দে শব্দে তখন ছড়িয়ে পড়ে ঊষর অ্যাপেলো  

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন