রবিবার, ১ মে, ২০২২

বর্ণশ্রী বকসী-র কবিতা

অদেখা ছবি 

 

পৃথিবীর পাঁজর আবৃত করে রাখে রহস্যের মায়া

নিরাকার ব্রহ্ম স্বরূপ চোখ তোলে আকুলতার

নাবিকের নৌকা এগিয়ে চলে মাঝ বরাবর -

জলের অপার রহস্য হাতছানি মতিচ্ছন্ন করে মন

ধীবর তীক্ষ্ণ নজরে দেখে নেয় পারঘাটা কমে আসা

আলোর মধ্যেই আঁকা চলে প্রকৃতির রহস্য মেদুরতা।

 

চমকে যাওয়ার পথে বিদ্যুতের ছড়িয়ে যাওয়ার রেশ

আধো রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বুঝে নিয়ে অরূপের যাত্রা,

কার যেন চোখের কোণ পরিপূর্ণ পুকুরের জলে

ছবির পাতা উল্টে যেতে যেতেই আর্কাইভ ধরে রাখে

বসুধার অমিয় মধুরিমা জড়াতে থাকে শুধু জড়াতেই

 

২টি মন্তব্য: