রবিবার, ১ মে, ২০২২

বিরূপাক্ষ পণ্ডা-র কবিতা

স্মৃতিচর্যা 

 

অ‍্যালবামের অনেকগুলো পৃষ্ঠা নেই 

চেনা যায় না, বোঝা যায় না কে কোথায় 

দাঁড়িয়ে।

 

বড়বাবু এখন মরা জাহাজের ছায়া 

মেজোটা এখনও 'ঝলক দিখলা যা '

ছোটবাবুর মাথায় শুধুই খরা-বন‍্যা।

 

গাঢ় ঘুমে ভেজা শরীর ভাদ্রটানে রোজ

তোবড়ানো মনের সুতো জড়িয়ে জটাজাল।

 

------- এভাবেই 

বিশ্বায়নের ফাটাফাটি মহড়া চলছে 

        ঘরে ঘরে!

 

1 টি মন্তব্য: