রবিবার, ১ মে, ২০২২

শুদ্ধেন্দু চক্রবর্তী-র কবিতা  

আন্বীক্ষিকী


এই আমি বসে আছি টিলার উপর

ধূমমান বহ্নিমান যতো সম্পর্ক ঘটমান রয়েছে

তার ভিতরের যতোটুকু ব্যঞ্জনা

আমি পরোক্ষসাপেক্ষ যতো কুচকাওয়াজ সামলে বসে আছি

সিন্ধুটিলার উপর ধূম আর শক্তি সম্বল করে।

 

পরশপাথরে ঘষে দেখি

আন্বীক্ষিকা কতোটা পরিস্ফূট হলো যদিদং?

শব্দশক্তিসম্পন্ন নাকি অর্থশক্তিমূলা ব্যঞ্জনসম

ধূমায়িত ধুমাবতি এসো বালখিল্য করি

এসো হোলিকা এসো

পরাগ মাখো হে হোলিকা নগ্ন শরীরে

আমি টিলার উপর বসে দেখব তোমাকে

 

আন্বীক্ষিকা মুখরিত হোক সভাঘরে।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন