নিজেকে পুড়িয়ে ছাই
ওম আঁকি প্রতি রক্তফোঁটায়, লোলুপ জিভের বলি
আমার আচরণ থাকে নির্বিকার, নিরাসক্ত
এক আকাশ দূরত্বে যদিও তুমি দাঁড়িয়ে নেই
তবুও বলি, প্রতিবাদের নামে অপরাধ বন্ধ হোক
বিয়ে ভাঙা বা গড়া, কোনটাই হয় না
এ শুধু নিছক একটি ব্যবস্থা মাত্র
ছবি একটা, গাঁথা থাকে মনের গভীরে
তার সাথে আপোষ হয় না
এছাড়া যা কিছু চোখের সামনে
তাই নিয়ে লেগে থাকে ভোগের লড়াই
যুদ্ধে আমি কখনও ছিলাম না
যেখানে হারজিত দিয়ে মাপা হয় সব কিছু
জলের আগুনে দেখেছি নৌকো পুড়তে
আমার চোখের জলে আগুন নিভে যায়
ভেবেছি, নিজেকে পুড়িয়ে ছাই করব
বেঁচে থেকেও পোড়া যায়, ক্ষণে ক্ষণে, মুহুর্তে মুহুর্তে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন