রবিবার, ১ মে, ২০২২

পাপড়ি গঙ্গোপাধ্যায়-এর কবিতা

সেই দোল

সাদা শার্টের পুরুষটিকে
দিয়েছিলাম বিষ।
ভেবেছিলামসব বিষ শোষণ করে
হয়ে যাবে নীল।
নীলকন্ঠ বা কৃষ্ণ যে নামেই ডাকি
মিলবে উত্তর।

তার আগে কতজনকে রাঙিয়ে দিতে চেয়ে
দিয়েছিলাম প্রেম।
অথচ লাল হয়েছিল যৌথ যুদ্ধের রক্তপাতে।

সেই সমস্ত স্মৃতির বিষ নিয়ে
ছোবল দিয়েছি সাদা শার্টে 

অথচ,
সেই বিষ কী আশ্চর্য ম্যাজিকে
রবিন ব্লু হয়ে  তাকে করে দিল আরো সাদা।

আর,
রক্ত গোলাপ থেকে নীল অপরাজিতা হয়ে
আমিও ফিরে এলাম বেলকুঁড়ি দিনে।

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন