রবিবার, ১ মে, ২০২২

অলোক বিশ্বাস-এর কবিতা

প্রগতি

ঘানি ঘুরছে

নদী ছুটছে

ঘুড়ি উড়ছে

কেন দেশ

এ্যাতো পুড়ছে

কেন মন

এ্যাতো ধুঁকছে



মিথ

সুপর্ণা বলে গেলো

পাঁচ মিনিটেই আসছে

তারপর বহু পলাশের মাস

চলে গেলো

নতুন প্রযুক্তি

পুরনো হয়ে গেলো

জানি না 

সুপর্ণা এখন কোন

কৃষ্ণচূড়ায় ভাসছে



রিদম

চেস্টনাট থেকে কেউ

ডেকে ওঠে মাভৈ

যাচ্ছি যখন বলেছি রে ভাই

যাবোই

সব ক্যানভাসে হৈ-হৈ

কাহিনিতে ভরা চৈ-চৈ

চাইবোই মন আমার

চাইবোই



বিরোধ

স্বঘোষিত প্রতিষ্ঠান বিরোধী

লোকেরা দেখছে তোমাকে

বড়োবাড়ি মেজোবাড়ি সেজোবাড়ি

রাইটার্স থেকে রাষ্ট্রপতি ভবন

প্রজাপতি হয়ে মৌমাছি হয়ে

ভনভন ভনভন



বিস্মৃতি

যেখানে দাঁড়িয়ে আছি 

শুধু কাশ শুধু হিবিস্কাস

ভুলে গেছি গঙ্গায় সারি সারি

হত্যার ইতিহাস

ভুলে গেছি পদ্মায়

বয়ে যাওয়া অগাধ সর্বনাশ

যেখানে এখন আছি

কেবল ফুটে আছে

তুরুপের তাস

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন