রবিবার, ১ মে, ২০২২

পাপড়ি ভট্টাচার্য-এর কবিতা

আকাশখোলা দরজায়
                   
ইচ্ছে করে পালিয়ে যেতে কোথাও
কিন্ত যাবোই বা কোথায়
পিছু টানেরা দরজা আগলায়
থাকি সবার সঙ্গে না থাকা হয়ে
কোন বিশ্বাসে বেঁচে থাকা
ভর সন্ধের পূর্ণিমার চাঁদটা যেমন
পরদিন একটু দেরিতে দেখা দেয়
ইচ্ছে হয় ঐরকম কোন স্নিগ্ধ বুকে
মুখ লুকিয়ে বসে থাকি।

যেই আকাশ খোলা দরজায় এসে দাঁড়ালো
আমি মায়াটানের কথা বলে উঠি -
আমার যাওয়া না যাওয়া,কস্ট ফ্রেম
সেই তাদের কথা ভেবে অনিচ্ছায় হলেও
অনিবার্য হয়ে আছি শুধু।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন