সুদিন
সুদিনের জন্য বসে থেকো না, প্রতিটি দিনই জেনো
সুদিন, সমুদ্রমন্থন করে শুধুমাত্র অমৃতই ওঠে না
বেশ কিছু গরলও ওঠে, সেই গরল ধারণ করবার
ক্ষমতা ও ইচ্ছেটাও একটা বড়ো ব্যাপার, এসো
অমৃত দাও অন্যদের, তুমি নিজে যতটা সম্ভব গরল
ধারণ করো, তোমার যদি কষ্ট হয় সেটা করতে
গিয়ে, তাহলে ভাবো, তোমার অঙ্গীকার ছিল
সবকিছুকে ভালোবাসা, সব মানুষকে ভালোবাসা, সমগ্রকে।
অনবদ্য, অসাধারণ।——-আবদুর রাজ্জাক।
উত্তরমুছুনঅসাধারণ
উত্তরমুছুনখুব সুন্দর কথা। আজকের দিনে খুব প্রাসঙ্গিক। যেখানে মানুষ ধর্ম আর জাতের নামে মানুষের রক্ত পান করতে উদ্যত ! ভালো বাসার কোনো বিকল্প নেই। এই চিরন্তন সত্যকে কবিতায় সুন্দর ভাবে প্রকাশ করেছেন, নাসেরদা কে ধন্যবাদ !
উত্তরমুছুনকবিতায়
উত্তরমুছুনসুন্দর কবিতা। শ্রদ্ধা জানাই কবিকে।
উত্তরমুছুন