পারাপার
উন্নত প্রযুক্তির মায়াবী আয়নায় ফুটে ওঠে
পেছনের বাগানে খোঁড়া কবরের ভিতরে শোয়ানো
আমার শিশিরভেজা হিমায়িত শবদেহ
যন্ত্রণার সমান্তরাল কোনো বোধ
ছদ্ম সাহসিকতায় দাঁড় কাকের মতো
এলোমেলো উড়ে উড়ে কা কা করে,
আবর্জনা খায়, মাঝে মাঝে হঠাৎ উড়ে এসে
খুবলিয়ে তুলে নেয় আমার শৈশব, কৈশোর, যৌবন
কিংবা প্রৌঢ়ত্বের গন্ধমাখা শীতল দুটি চক্ষু
পর্যটনে বেরিয়ে উদাস হাসন রাজা
আমার ছিন্নভিন্ন শবদেহের উপর
তাঁর গায়ের চাদরখানা বিছিয়ে দিয়ে
বললেন : দেহ বড়ো অস্থায়ী আবাস,
বাকি থাকে সংগোপনে খোদার অনন্ত পারাপার
,, দেহ বড় অস্থায়ী আবাস,,
উত্তরমুছুনচির সত্যের কবি ভাবনার বিকাশ।