তুমি চলে যাবার পর
তুমি চলে যাবার পর
আমি ততটা বিষণ্ণ হতে পারিনি
যতটা বিষণ্ণ হলে আমাকে মানায়
কেউ কেউ কান্নার কথাও বলেছিল
শোক বুকের খাঁচায় না বেঁধে রেখে
তাকে ছেড়ে দিতে বলেছিল
কান্নায় নাকি সব শোক ধুয়ে মুছে যায়
তুমি চলে যাবার পর
বৈরাগ্যও আসেনি আমার
নিয়মিত ব্যায়াম পরিমিত আহার
বিছানায় টানটান চাদর পর্দার বাহার
সবই তো যথারীতি আছে ঠিকঠাক
তোমার আলমারি ভরা শাড়ি সালোয়ার
টুকটুকি তোমার বান্ধবী চেয়েছিল একবার
দিইনি আমি তাকে
বলেছি থাক না এটুকু আমার
চলে কি যায় কেউ কোথাও অন্য কোনোখানে
জীবনের সবকিছু নির্দ্বিধায়
ছড়িয়ে ছিটিয়ে গুছিয়ে ফেলে রেখে
এই যাওয়াকে সত্যিই কি চলে যাওয়া বলে
সংশয়ে আছি আমি
আমি আছি তারই অন্বেষণে
অনবদ্য। দারুণ।
উত্তরমুছুনআবদুর রাজ্জাক।
মুছুনশব্দের পরাগধন্য অশ্রু হাসি নিশ্চল!
উত্তরমুছুনখুব সুন্দর দদা
উত্তরমুছুনতৌহীদা ইয়াকুব
খুব ভালো লাগলো। সাথে সাথে মনটা কিছুক্ষণের জন্যে বিষন্ন হয় গেলো।
উত্তরমুছুনআমি শিশির।
মুছুন