রবিবার, ১ মে, ২০২২

বিবেকানন্দ বসাক-এর কবিতা

গল্পের ছক ভেঙে


ইউক্রেনে যুদ্ধ দীর্ঘায়িত হলে

লাশের সারিতে কোনও মানবতা থাকে না

ধ্বংসের ভেতর থেকে ইতিহাস উঁকি দেয়

প্রতিটি যুদ্ধের পাট ভাঙলেই 

বেরিয়ে আসে বসনিয়া, ইরাক,

আফগানিস্তানের নিরীহ মানুষের মুখ

পাড়া, শহরের রাজপথ পেরিয়ে 

যুদ্ধ কেবলই ধেয়ে আসে...

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন