চৈতি মেঘের হঠাৎ আনাগোনায়
ঝমঝমিয়ে বৃষ্টি ভেজালো মাটি।
শিরশিরে এক হাওয়ার দল এসে
মন ভরালো পরশ দিয়ে খাঁটি।
ঠান্ডা ঠান্ডা শীতের সকাল যেন,
বিলিয়ে দিয়ে এক পশলা শীত
কোকিলের কুহু তানের সুর-ও
হারিয়ে দিল তাদের গলার গীত।
এক ছুট্টে মাঠের জলে চেয়ে,
ভাবতে থাকি নৌকা ভাসা দিন
সেই খেলা আর নেইকো শিশুর মনে
সেদিনের সেই স্বপ্নভরা দিন!
জগত জুড়ে কে দিল রে সব
এত এত নানান রকম সাজ
বর্ষা এলেই বৃষ্টি ঝরে পরে
চৈত বোশেখের দিনে বাজাই বাজ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন