শুক্রবার, ২ জুন, ২০২৩

সৌম্য ঘোষ-এর কবিতা

বৃষ্টিদিন

আত্মজ সন্ধ্যায় দিগন্তে এসে দাঁড়ায় বৃষ্টির পদাবলী,
প্রাচীন বটবৃক্ষ মাতাল করে অলৌকিক
জলের শরীর, আর
ঋতুর পরিহাস ভেঙে সঞ্চয় করে
ঈশ্বরের ছায়া,
স্বপ্ন নিয়ে ভেসে বেড়ায় যে মেঘ
নীলের কাছাকাছি, চোখের ইজলে সেইসব
দৃশ্য  কে যেন আঁকে অহর্নিশ মানুষের মুখে
গর্ভবতী ধানের পদ্য লিখে নির্মাণ করে
বিনীত সৌন্দর্যের জীবননাট্য।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন